মোঃ রফিকুল ইসলাম রাফি : মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
শুক্রবার (১০ই জানুয়ারি ২০২৫) রাজধানীর মিরপুট পল্লবীতে সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩ টি পদে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৪টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৭২৯ জন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি পদে মোঃ সুলতান আহমেদ সেলিম, কোষাধক্ষ পদে মোঃ ফজলুল হক মাতবর।
প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্পাদক পদে এস এম গোলাম মোস্তফা মাষ্টার ও মোঃ বশির উদ্দিন, যুগ্ন-সম্পাদক পদে মোঃ আতিক উল্লাহ ও মোহাম্মদ পলাশ হোসেন মোল্লাহ, আভ্যন্তরীন নিরীক্ষক পদে মেহেরুন নেছা, মোহাম্মদ মনির হোসেন ও আশীক এলাহী, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে পদে মোঃ শরীফ ঢালী, মোঃ সালাহউদ্দিন হাওলাদার, জাকির হোসেন, মোঃ বাচ্চু মিয়া, আব্দুল খালেক হাওলাদার, মোঃ ইসমাইল, মোঃ তাইজ উদ্দিন সরকার, মোঃ মঞ্জুর আলম, রঞ্জু আহমেদ, মোঃ সাইফুল ইসলাম রকি, হানিফ বেপারী ও মহসিউন উদ্দিন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থীরা বলেন, দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন করতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা প্রার্থীরা সকলেই সকলের প্রতি আন্তরিক। আমরা সকলে মিলে এই সমিতির উন্নয়নে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই মুসলিম বাজারের উন্নয়ন কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের নির্বাচন কমিশনার তৌহিদুর রহমান বলেন, খুব সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকার ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
প্রেস ৭১/বাবু