
প্রেস একাত্তর প্রতিবেদন: জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট সমাজের জন্য সুন্দর মানুষ তৈরি করে দেয়। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা সারা পৃথিবী বিচরণ করে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করে চাঁদের হাটের সদস্য শিশু চাঁদ মনিরা। দলীয় পতাকা উত্তোলন করেন চাঁদের হাটের জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান মোঃ জাকারিয়া পিন্টু। বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, চাঁদের হাট থেকে যত মানুষ উঠে এসেছে তার অধিকাংশই গণমাধ্যমের সাথে যুক্ত রয়েছে। ওই ব্যক্তিগুলো চাঁদের হাটকে সামনে এগিয়ে নিতে হবে। স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, আমরা স্কুল শিক্ষার্থী থাকাকালীন পূর্বদেশ নামে একটি পত্রিকায় সপ্তাহে একদিন চাঁদেরহাট নামে একটি পাতা বের হতো। ওই পত্রকার একটি অংশ শিশুদের জন্য বরাদ্দ ছিল। সেগুলো আমরা পড়তাম এবং কেটে সংগ্রহ করতাম। আপনারা চাঁদের হাটের জন্য ছোট্ট একটা জায়গা গণমাধ্যমে। তাহলে চাঁদেরহাট আর পিছিয়ে থাকবেনা। এই ধরনের সংবাদগুলো পরিবেশন করার জন্য যুগান্তরসহ অন্যান্য সম্পাদকদের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, এই চাঁদের হাট অনেক বড় জায়গা। আজকে থেকে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে; তাকে উৎসাহিত করতে হবে। চাঁদের হাটে অনেক চাঁদেরা ভীড় জমিয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আঁকা ছবি, তাদের লেখা কবিতা, ছড়া,গল্পগুলো পত্রিকার আসলে এমন আরো শিক্ষার্থীরা কবিতা সৃষ্টিশীল হয়ে উঠবে। তাছাড়া সুন্দর মানুষ তৈরি করে দেওয়া চাঁদের হাটের অন্যতম লক্ষ্য। তারা সমগ্র পৃথিবীতে বিচরণ করবে। একটা সুন্দর পৃথিবী তৈরি করার জন্য সকলে কাজ করছে । এসব কাজে শিশুদের অংশগ্রহণ উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে চাঁদের হাট। সেভাবেই সমগ্র বাংলাদেশকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। সেটাই হচ্ছে চাঁদের হাটের কাছে আমাদের প্রত্যাশা । সোনার বাংলার জন্য চাঁদের হাট প্রতিষ্ঠা হয়েছিল। চাঁদের হাটের জাতীয় সম্মেলনের নব জাগরণের দিনে আমাদের সেটাই প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর সম্পাদক ও চাঁদের হাটের উপদেষ্টা সাইফুল আলম বলেন, চাঁদেরহাট এর প্রতিষ্ঠাতা ও যুগান্তরের সাহিত্য সম্পাদক প্রয়াত রফিকুল হক দাদু ভাই এক অনন্য ব্যাক্তিত্ব ছিলেন। এসময় তিনি সাংবাদিক শাহ আলমগীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চাঁদের হাটের প্রতিষ্ঠা লগ্ন থেকে একজন গর্বিত সদস্য হতে পেরে আমি আনন্দিত। আমৃত্যু চাঁদের হাটের সঙ্গেই থাকবো। খুলনা জেলা শাখাসহ সারা বাংলাদেশ থেকে আগত সকল শাখা সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মুফদি আহমেদের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জমিউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শামীম পারভেজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই এম,পি। তাছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্যরা। অনুষ্ঠান শেষে খুলনা থেকে প্রকাশিত একটি দেয়ালিকা স্বাক্ষর করে উদ্বোধন করেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।