নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরের সিংটোলার ডালপট্টি এলাকায় প্রেমিকের বাসায় এসে কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ। নিহত শিক্ষার্থী আফছানা আক্তার (১৭) রাজধানীর বোরহান উদ্দিন পোস্ট গ্রেজুয়েট কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুপুরে ঘটলেও আমরা বিকাল পাঁচটার দিকে সংবাদ পাই। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি,আফছানা আক্তার আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের সিংটোলায় উদয়ন কলেজের ছাত্র সৈকতের ভাড়া বাসায় আসে। তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল ।এর জের ধরে আফছানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
তিনি আরও জানান , আফছানা আক্তারকে খুন করার অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চমাধ্যমিকে পড়ুয়া সৈকত নামে এক কলেজছাত্রকে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ। আফছানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফছানা বাবা-মায়ের সঙ্গে কলতাবাজারে বসবাস করত। আর আফছানা খুনে জড়িত সন্দেহে আটক কলেজশিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে সিংটোলার ভাড়া বাসায় বসবাস করত।
ডিএমপির কোতোয়ালি জোনের এসি শাহিনুর মিয়া জানান, নিহত তরুনীর সঙ্গে আসামি সৈকতের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন ভিন্ন ধর্মের হওয়ায় পরিবার থেকে সে সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ নিয়ে হিন্দু ও মুসলিম উভয় পরিবারের মাঝে একাধিকবার শালীশ বৈঠক হয়। ঘটনার দিন ওই তরুণী প্রেমিকের রুমে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রেমিক সৈকত তরুনীর গলায় টিপে হত্যা করে বলে ধারণা করছেন পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে জানান তিনি।