
নিজস্ব প্রতিবেদক : অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনায় অনলাইন সিস্টেমের উদ্বোধন করেছেন ঢাকা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান। বৃহস্পতিবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক।
তিনি বলেন, “সেবাপ্রত্যাশীদের সময় ও শ্রম বাঁচাতে এবং ঢাকা জেলার অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাকে গতিশীল করতে উক্ত সিস্টেম অগ্রণী ভূমিকা পালন করবে।“ সংবাদ সম্মেলনে অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা অনলাইন সিস্টেমের পরিচিতি তুলে ধরেন অর্পিত সম্পত্তি শাখার সিনিয়র সহকারী কমিশনারসাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশে প্রথম জেলা হিসেবে ঢাকা জেলা প্রশাসন অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ডিজিটাইজড করেছে। এখন থেকে অর্পিত সম্পত্তি অবমুক্তি, নবায়ন, নাম পরিবর্তন, মেরামত ও সংস্কার, গ্যাস-বিদ্যুত-পানি সংযোগ, নতুন আবেদন প্রভৃতি আনলাইনে করা যাবে। সিস্টেমটি জাতীয় তথ্য বাতায়ন অর্থাৎ ঢাকা জেলার সরকারি ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে, ফলে সেবাপ্রার্থীগণ হয়রানি ছাড়া সহজেই আবেদন দাখিল করতে পারবেন। উক্ত সিস্টেমে নাগরিক কর্নার ও অফিস ব্যবস্থাপনাকারী এই দু’টি অপশন থাকছে। সেইসঙ্গে ঢাকা মহানগরের প্রতিটি অর্পিত সম্পত্তি গুগল ম্যাপেও দেখা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।