নিজস্ব প্রতিবেদক: বুড়িগঙ্গা নদীর সদরঘাটের ঢাকা নদীবন্দর এলাকায় রোববার রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস
ডুবির ঘটনায় অলৌকিকভাবে তিনজন বেঁচে ফিরেছেন। ওই তিন ব্যক্তিকে দূর্ঘটনার অন্তত এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে। বর্তমানে তারা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন,সামিরা (১৫), মুনসুর (৩৮),মিমি (১৯)। রাত সাড়ে এগারোটা পর্যন্ত অপর তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরী পাড়া এলাকার বাবুর ছেলে আলিফ (১৪)। তবে নিহত অপর দুই ব্যক্তির লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন নামে একজন জানান রোববার রাত সাড়ে আটটার দিকে লঞ্চটি লালকুটি ঘাট থেকে তেলঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ১০ মিনিটের ভিতরে মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে। অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ওই তিনজন। এদের মধ্যে এক পুরুষ, দুই নারী রয়েছে।
প্রত্যক্ষদর্শী শাহ আলম নামে একজন মাঝি জানান, তিন জনের লাশ উদ্ধারের পাশাপাশি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পথে তাদের শ্বাস-প্রশ্বাস ছিল বলে জানান তিনি। নদী পারাপারে নৌযানটির অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে।
সদরঘাট নৌ থানার এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চত জানান ,ফায়ার সার্ভিস ডুবুরি দলের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো তল্লাশি চলছে বলে জানান তিনি। তাছাড়া জীবিতদেরকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।