নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর সদরঘাটের ঢাকা নদীবন্দর এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস অর্ধশতাধিক যাত্রীসহ ডুবির রাত বারোটা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে । তারা হলেন -জয়পাড়া দোহার এলাকার সবুজ মিয়ার ছেলে ফাহিম (২৫) অপরজন হলেন কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরী পাড়া বাবুর ছেলে আলিফ (১৪)। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার রাত সাড়ে আটটার দিকে লঞ্চটি লালকুটি ঘাট থেকে তেলঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেলে মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একঘন্টা চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হলেন- সামিরা (১৫),মুনসুর( ৩৮), মিমি (১৯)।
তারা সবাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম নামে একজন জানান, নদী পারাপারের নৌযানটির অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যাক্তি।
১২টা পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে । এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে। রাত তিনটার দিকে ডুবে যাওয়া জাহাজটিকে উদ্ধার করে তীরে টেনে নিয়ে রাখা হয়েছে।
সদরঘাট নৌ থানার এসআই রেজাউল করিম জানান ,ফায়ার সার্ভিস ডুবুরি দলের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো তল্লাশি চলছে বলে জানান তিনি।
মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, তিন ব্যক্তির লাশ হাসপাতালে এসেছে এবং তিন আহত ব্যক্তি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুই নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে বলে জানান তিনি।