বাংলামেইল৭১ প্রতিবেদন : ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত আকাঙ্ক্ষার সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। এ সিনেমায় তমা অভিনয় করেছেন ‘ময়না’ চরিত্রে। তার মতে, অভিনয় জীবনের সেরাটুকু দিয়েছেন এ সিনেমায়। গত কয়েকদিন অসুস্থ থাকলেও নানানভাবে সিনেমার প্রমোশন করে যাচ্ছেন যেন সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠেন দর্শক।
এ প্রসঙ্গে তমা বলেন, ‘সুড়ঙ্গ সিনেমা দেখে এর গল্পের সঙ্গে, প্রতিটি চরিত্রের সঙ্গে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন অনেক দর্শক। মানুষ মানুষের মনে বিশ্বাস অবিশ্বাসের সুড়ঙ্গ খুঁড়ছে। এ গল্পটাই দর্শক উপলদ্ধি করবেন সিনেমার মাধ্যমে। আমি আমার ময়না চরিত্রটি শতভাগ মনোযোগ দিয়ে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সুড়ঙ্গকে ঘিরে দর্শকের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, তা পূরণ হবে।’