
বাংলামেইল ডেস্ক : রাজশাহী সিটি নির্বাচনে ৪নং ওয়ার্ডের বুলনপুর এলাকার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির পর ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও বর্তমান কাউন্সিলর রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের বাইরে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় প্রার্থীর সমর্থকরা পরস্পরের দুটি করে ক্যাম্প ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স আসতে দেখে দুই প্রার্থীর সমর্থকরা পালিয়ে যায়।
কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, এই কেন্দ্রটি আমার বাসার কাছে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। আতঙ্কিত হয়ে কিছুক্ষণের জন্য ভোটাররা কেন্দ্রে আসতে পারেনি। তবে পরে ভোটার উপস্থিতি স্বাভাবিক হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু অভিযোগ অস্বীকার করে বলেছেন, টুনুর সমর্থকরা আমার দুটি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে।