বাংলামেইল৭১ ডেস্ক : পর্দায় চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে অভিনয়শিল্পীরা কত কী যে করে থাকেন! এবার বলিউড নায়িকা রাকুল প্রীত সিং এক অদ্ভুত কাণ্ড করে চর্চায় উঠে এসেছেন। তিনি একটি দৃশ্যের কারণে টানা ১৪ ঘণ্টা পানির নিচে ছিলেন।রাকুলকে সদ্য দেখা গেছে জিও সিনেমার ভৌতিক-হাসির ছবি ‘বো’তে। এখন মুক্তির অপেক্ষায় তাঁর আগামী ছবি ‘আই লাভ ইউ’। এই ছবির ২ মিনিট ৩০ সেকেন্ডের এক দৃশ্যে রাকুলকে পুরোপুরি পানির নিচে থাকতে হয়েছিল। আর তার জন্য এমন প্রস্তুতি নিয়েছিলেন তিনি, যা সবাইকে অবাক করেছে।এই দৃশ্যের প্রস্তুতির প্রসঙ্গে আজ এক বিবৃতিতে রাকুল প্রীত সিং বলেছেন, ‘এই ছবির চরিত্রের আবেগকে গভীরভাবে অনুভব করার জন্য আমাকে মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল। আর চরিত্রের গভীরতা অন্তর থেকে অনুভব করার জন্য আমি এক মাসের বেশি সময় ধরে নিরলস প্রস্তুতি নিয়েছি।
পানির ভেতরের দৃশ্যের প্রস্তুতির জন্য আমাকে প্রশিক্ষণ দিতেন স্কুবা প্রশিক্ষক জহান অ্যাডেনওয়ালা। তিনি আমাকে শেখাতেন যে পানির ভেতরে ২ মিনিট ৩০ সেকেন্ড কীভাবে থাকতে হয়। এ জন্য আমি প্রচুর সেশন করেছি। সব মিলিয়ে এক মাসের বেশি সময় ধরে এই চরিত্রের সঙ্গে মানসিকভাবে যুক্ত হওয়ার চেষ্টা করেছি আমি। আর আমাকে শারীরিক প্রশিক্ষণও নিতে হয়েছে।’
রাকুল এ প্রসঙ্গে আরও বলেছেন, ‘আমার চরিত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির নিচের দৃশ্যে অভিনয় করা। আর এই দৃশ্যের প্রস্তুতির জন্য বেলা দুইটা থেকে পরদিন ভোর চারটা পর্যন্ত আমাকে পানির নিচে থাকতে হয়েছিল। ঠান্ডা পানির মধ্যে থাকায় শরীর যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, সে জন্য প্রতিটি শটের পর আমার শরীরে গরম পানি ঢালা হতো। পানিতে ক্লোরিন থাকত বলে চোখ জ্বালা করত। এটাও অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তবে আমি এসব চ্যালেঞ্জ দারুণ উপভোগ করেছি। আর এসব কিছু আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করেছে।’
নিখিল মহাজন পরিচালিত ‘আই লাভ ইউ’ ছবিতে রাকুল ছাড়া আছেন পাভেল গুলাটি, অক্ষয় ওবেরয়, আর কিরণ কুমারসহ অনেকে। রোমান্টিক-থ্রিলারধর্মী ছবিটি ১৬ জুন জিও সিনেমায় আসতে চলেছে।
বাংলামেইল৭১/বাবু