বোরহান আনিস
ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের তালমা হাট-বাজার ইজারাদার সালাম মেম্বারের বিরুদ্ধে নিত্যপন্য সরবরাহকারী পরিবহন থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এতে উপজেলার পরিবেশকগন গত ১ সপ্তাহ ধরে তালমা বাজারে পন্য সরবরাহ কার্যক্রম বন্ধ রেখেছেন। এ নিয়ে উপজেলা পরিবেশক সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ রয়েছে , পুরো উপজেলায় নিত্যপন্য সরবরাহকারী বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা স্বাধীনভাবে পন্য সরবরাহ কার্যক্রম পরিচালনা করতে পারলেও উপজেলার তালমা হাটের ইজারাদার কতৃপক্ষের চাঁদা দাবির মুখে তারা পন্য সরবরাহ করতে পারছেন না। অভিযোগ রয়েছে গাড়ি প্রতি দুই হাজার টাকা করে চাঁদা দিতে হবে ইজারাদারকে।
বিভিন্ন কোম্পানীর লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইজারাদার তাদের পণ্য সরবরাহ বন্ধ করে দেয়।
পরিবেশক মা বাবার দোয়া ট্রেডার্সের সাইফুল ইসলাম জানান, আমরা উপজেলার বিভিন্ন বাজার গুলোতে বিনাবাধায় বিভিন্ন নিত্যপন্য, খাদ্যদ্রব্য, শিশুখাদ্য ইত্যাদি সরবরাহ করে আসছি। হটাৎ তালমা বাজার ইজারাদারের পক্ষে সুজন নামে এক ব্যক্তি আমাদের গাড়ি প্রতি দুই হাজার টাকা চাঁদা দাবি করে। এতে আমরা অস্বীকৃতি জানালে আমাদের পন্য সরবরাহ করতে দিবে না বলে সাফ জানিয়ে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাট ইজারাদার সালাম মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ বছর ২৪ লক্ষ ৬৩ হাজার টাকা দিয়ে হাট ইজারা নিয়েছি। অতএব তালমা বাজারে গাড়ি পার্কিং ও পন্য আমদানি রপ্তানিতে আমাদের খাজনা দিতেই হবে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আইন অনুযায়ী যে ভাবে সমাধান করা যায় আমরা চেষ্টা করছি।