নগরকান্দা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ৭ দিনে ১শত ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশীর ভাগই শিশু ও বয়স্ক।
উপজেলা হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা সেবা দেওয়া ও ইনডোরে ভর্তি নিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র গরমে গত ৭ দিন ধরে ডায়রিয়া সংক্রমণ ও রোগীর চাপ বেড়েছে। নগরকান্দা ৫০ শয্যা হাসপাতালে রোগী ভর্তি থাকছেন ৯০-১০০ জন।
বুধবার হাসপাতাল ঘুরে দেখা যায়, আসন সংকুলান না হওয়ায় রোগীদের মেঝেতে ও সিড়িতে স্থান হয়েছে। চিকিৎসাসেবা দিতে হিমসিম খাচ্ছে ডাক্তার নার্সরা। খাবার স্যালাইন থাকলেও কলেরা স্যালাইনের সংকটের রয়েছে বলে জানাগেছে। এতে রোগীদের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। শয্যা সংকটের কারণে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তবে ওষুধের কোনো সংকট নেই বলে দাবি করেন হাসপাতাল কতৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম এফতেখার আজাদ বলেন, ডায়রিয়া রোগীর সংখ্যা গত ৭ দিনে ব্যপক আকার ধারণ করেছে। তবে আজকে একটু কম দেখা যাচ্ছে। ওষুধ খাবার স্যালাইন পর্যাপ্ত থাকলেও কলেরা (পুশ করা) স্যালাইন সংকট দেখা দিয়েছে। হয়তো দুই এক দিনের মধ্যে স্যালাইন পেয়ে যাবো।