সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর ৮৭তম জন্মদিন পালন করলো বাংলাদেশ মটর শ্রমিকলীগ সালথা উপজেলা শাখা। সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ সুমন মাহমুদের অর্থায়নে এবং উপজেলা মটর শ্রমিকলীগ এর আয়োজনে ৮ই মে রবিবার অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয় এবং সংসদ উপনেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মটর শ্রমিকলীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সুমন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়, উপজেলা মটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা, যুগ্মসাধারণ মফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক সুজিত কুমার দত্ত, সাগর চৌধুরী মিন্টু প্রমূখ। এছাড়াও মটর শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।