চাকরিতে আবেদনের বয়স শিথিল করার দাবি ক্ষতিগ্রস্থদের
- আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল করে আবেদনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা।
রোববার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা ওই দাবি জানান।
শিক্ষার্থীদের পক্ষে সমাবেশে বক্তৃতা করেন, শাপলা আক্তার, খালেদা ফেরদৌস, আবু সায়েম, মতিউর রহমান, আসমাউল হোসাইন,আবুল বাশার প্রমুখ।
চাকরিতে আবেদনের সুযোগ দানের যৌক্তিকতা তুলে ধরে তারা জানান, আমরা যারা ১৯৯০-১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছি তারা বিগত সময়গুলোতে সব ধরনের বঞ্চনা এবং প্রতিকুলতার শিকার হয়েছি। কোটা বঞ্চিত, ৩২ বঞ্চিত, করোনায় ৩ বছর বঞ্চিত, ব্যাকডেট সুবিধা বঞ্চিত (ব্যাকডেটের প্রজ্ঞাপন হয় ২২ সেপ্টেম্বর ২০২২ সাল কিন্তু ব্যাকডেট ধরা হয় ২৫ মার্চ ২০২০ সাল। অর্থাৎ যেখানে ৩৯ মাসের ৩০ মাস প্রজ্ঞাপনের আগেই শেষ হয়েছিল এবং সেটা করোনাকালীন সময়টা)। করোনা পরবর্তী প্রায় দেড় বছর অর্থনৈতিক মন্দার কারণে সার্কুলার বন্ধ এবং রি-সার্কুলারে আবেদনের সুযোগ না রাখা।
বিগত সরকারের ১৬ বছরে শাসনামলে প্রশ্নফাঁস, সেশনজট, অনিয়ম, দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, প্রক্সি বাণিজ্য, ডিভাইস বাণিজ্য, চরম দুর্নীতি ও একই দিনে ১৭-২২ টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং প্রাইভেট সেক্টরেও চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩২ রাখায় চাকরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
এজন্য আগামী ২০২৮ সালের
৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ বছরের জন্য সকল চাকুরিতে ব্যাকডেটে আবেদনের সুযোগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।
###






