নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে উস্কানিমূলক কটুক্তিরীরা ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরীর জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত। প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষী কটুক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে।
শুক্রবার (২৭ সেপটেম্বর ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মুসল্লিরা নানা স্লোগান দেন। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার সভাপতির বক্তৃতায় বলেন, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের দিক-নির্দেশনায় প্রাণাধিক প্রিয়নবীর হযরত মুহাম্মদ (সা.) বিরুদ্ধে ইন্ডিয়ায় রামগিরি শয়তানের উস্কানিমূলক কটুক্তির প্রতিবাদ ও শাস্তির দাবি জানাচ্ছি।
সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তিদাতা প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষী কটুক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরীর জঘন্য ষড়যন্ত্র। সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতার দাতা প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষীরা সকল মানবিক মানুষের শত্রু। তারা সত্য ও মানবতা ও সকল সৃষ্টির শত্রু।
মানববন্ধনে আরও বক্তৃতা করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সূফি আহমদ শাহ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক,
শেখ হানিফ, ঢাকা মহানগর সভাপতি আওয়াল কাদরী,
কেন্দ্রীয় নেত্রী এডভোকেট শারমিন সুলতানা, ইঞ্জিনিয়ার হাজেরা মাহী প্রমুখ।
###