নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, বাংলাদেশকে বদলে দিয়ে আমরা মহা ইতিহাস তৈরি করবো। সেই কাজ চলছে।
আমরা এমন এক গ্যারান্টি নির্মাণ করতে চাই, যেখানে জনগণের অধিকার যাতে কোনো শাসক স্বৈরাচার দখল করতে না পারে। ক্ষমতা এক মানুষের হাতে থাকতে পারবে না। জনগণ যাতে সত্যি সত্যি নিজের ভোটের অধিকার পায় এবং জনগণ সকল ক্ষমতার মালিক হয় আমরা সে অবস্থা তৈরি করতে চাই।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট ) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, বিচার ব্যবস্থা জনগনের দরজায় নিয়ে যাবো। যাতে গ্রামের মানুষ কষ্ট করে আর শহরে আসতে না হয়। গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে বিচার পায়, সে ব্যবস্থা করতে হবে। এসবকিছু করার জন্য সবকিছু নতুন করে ঢেলে সাজাতে হবে। এদেশকে নতুন একটা দেশে পরিণত করতে হবে।
তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য এমন কোনো কাজ নাই, যেটা শেখ হাসিনা করেনি। মানুষ আগে চিন্তা করতো শেখ হাসিনা যাবে কিনা। কিন্তু, মাত্র পাঁচ দিনের মধ্যে সরকার হাওয়ায় মিশে গেছে। আবু সাইদের এমন কৃতিত্বপূর্ণ কাজ দেখে কোটি কোটি মানুষ আবু সাইদের মতো হতে চেয়েছিল। সবাই পুলিশের সামনে বুক পেতে দিয়েছে। এরপরে শেখ হাসিনা শত ষড়যন্ত্র করেও ক্ষমতায় থাকতে পারেনি। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা সবেমাত্র প্রাথমিকভাবে বিজয় অর্জন করেছি। এই রাষ্ট্র হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। মানুষ মনের ভাব প্রকাশ করবে। মানুষ পছন্দের দলকে ভোট দিতে পারবে।
ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, হিন্দু ভাইদের উষ্কে দেওয়া হচ্ছে। ভারত বলছে, এক কোটি মানুষ নাকি ভারতে যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। ভারতের রাজনৈতিক নেতারা এবং মিডিয়া এসব ভুল কথাবার্তা বলছে। ৫ আগস্টের পরে কিছু কুচক্রী মহল হিন্দু-মসলমান সবার বাড়ি লুটপাট করেছে। সেগুলোরও বিচার হবে।
তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান,জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
###