নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল তেতৈয়া এলাকায় স্থানীয় ভুমিদস্যু জাহাঙ্গীর কাশেমের জবরদখল থেকে ভিটেমাটি ফেরত পেতে এক কৃষক পরিবার আমরণ অনশনে বসেছে।
শনিবার (২২ জানুয়ারি ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনের ১৩ দিন অতিবাহিত হলেও পরিবারটির পাশে কেউ দাঁড়ায়নি বলে বলে অভিযোগ করেছেন কৃষক দিদারুল আলম।
তিনি বলেন, ২০২১ সালের জানুয়ারিতে স্থানীয় রাজাকারপুত্র ভুমিদস্যু জাহাঙ্গীর কাশেমের নেতৃত্বে ফয়েজ উল্লাহ মেম্বার, ইমতিয়াজ মিয়া, আফসার মিয়া, সরোয়ার কামাল, ইশতিয়াক মিয়াসহ কয়েকজন মিলে স্থানীয় আবুল কাশেন উচ্চবিদ্যালয়ের জমি বলে ধুয়া তুলে আমার বাড়িঘর লুটপাট করে ভিটেবাড়ি ভেঙে দিয়ে ৫ একর পৈত্রিক জমি জবরদখল করে নেয়। উক্ত ভূমিদস্যুদের ব্যাপক প্রভাব প্রতিপত্তির কারণে প্রশাসনসহ সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে। নিজের ভিটেবাড়ি ফিরে পাওয়ার জন্যে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়ে বিচার না পেয়ে ২১ সালের ১৩ অক্টোবর জেলা প্রশাসক ভবনের সামনে আমরণ অনশন করি। অনশনের ২য় দিন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মাহোদয় আল আমিন পারভেজ অনশন ভঙ্গ করান। কিন্তু গত ৩ বছরে আমি কোন বিচার পাইনি, এমনকি মেরে ফেলার হুমকি দেওয়ায় ২ বছর পরিবারসহ পালিয়ে বেড়াই। এ সময় তারা আমার পিতার উপর কয়েকবার হামলা ও আহত করে। সদর থানায় জিডি করে পুলিশের আশ্বাসে ভাইয়ের বাড়িতে স্বপরিবারে আশ্রয় নিয়ে সবকিছু হারিয়ে এখন আমি মানবেতর জীবন যাপন করছি।
তিনি বলেন, স্ত্রী ও দুই অবুজ শিশু নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩দিন যাবৎ অনশন কর্মসূচি পালন করছি। জবর দখলকৃত ভিটেবাড়ি ফিরে পেতে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীয় হস্তক্ষেপ কামনা করেন বলে জানান তিনি।
এসএম/কেএম