প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশনের (বাপা) স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল হাসান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইকতাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সি. সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল মাজেদ, কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ, সদস্য নাজমুল হক, মোস্তাফিজুর রহমান ও মোঃ আল এমরানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইফতারের পূর্বে বাপা’র সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।