প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)'র সদস্য এএনজেড মাল্টি ইন্টারন্যাশনাল এর দোয়া ও ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএনজেড মাল্টি ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ জাহাঙ্গীর কবির মিঠু, নির্বাহী পরিচালক আসিফ ইকবাল ফাহিম, আইটি অফিসার পারভেজ সহ এএনজেড মাল্টি ইন্টারন্যাশনাল এর সকলেই।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মহিউদ্দিন, হ্যাপী ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোঃ লোকমান, বায়রা নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকগন। ইফতার ও দোয়া মাহফিলে জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।