প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল (সিবিড) প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে ওই প্রকল্প বাতিলের দাবি জানান বক্তারা।
তারা বলেন, সিবিড প্রকল্পের বিষয়ে সুধীজন, নগর পরিকল্পনাবিদদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে। এই প্রকল্প স্থানীয় মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে বাসিন্দাদের পথে বসাবে, তাদের ভিটামাটি কেড়ে নিবে। প্রকল্পটি বাতিলের দাবিতে এক লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী বরাবর জমা দেওয়া হবে।
তারা আরো বলেন, কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বানিজ্য অঞ্চল পরিকল্পনাকে আইনবিরোধী, অপ্রয়োজনীয় ও অপরিণামদর্শী। সিটি করপোরেশনের লুকোচুরি কর্মকাণ্ডে কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষ উচ্ছেদ আতঙ্ক ভুগছে। বক্তারা ঢাকা ডিটেল এরিয়া প্ল্যানের (ড্যাপ) নিয়ম মেনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম মাওলা রেজার সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, হাজি মো. নাসির, শাহ আলম, যুবনেতা সাদ্দাম হোসেন, আবু ইউসুফ, মো. আবুল হাসনাত, আবদুল করিম টিপু, ডা. রুহুল আমিন, মো. জহিরুল ইসলাম, মুফতি আবুল হাসান প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে পল্টন হয়ে আবার প্রেসক্লাব এলাকায় শেষ হয়।
#ss/ba