প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘ঢাকা কলেজস্থ পটুয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’র (সাগর কন্যা) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইউসুফ হাওলাদার সুমনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের (সাইফ) সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, মাহমুদুল আলম মিন্টু, হান্নান তালুকদার, মোঃ মামুন আজাদসহ পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত পৃষ্ঠপোষক এবং উপদেষ্ঠা মন্ডলীর সদস্যবৃন্দ।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
এস/এম