প্রতিবেদন: কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন 'এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি'র (ইসিএস) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস)'র সাবেক সভাপতি মোঃ আমির হোসেন মোল্লা ও ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক এহসান, সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন, সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান শিপন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাসুদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসলাম হোসেন রিপন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ মনু মিয়া (মনির হোসেন), মোঃ তানজীল ও মোঃ সোহেল বেপারী প্রমুখ। এ সময় হাজারো ব্যবসায়ী অনুষ্ঠানে উপস্থিত হন। ইফতার ও দোয়া মাহফিলে ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।