প্রতিবেদক: দিল্লির অধীনস্থ হওয়ার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি। এই ধরণের গোলামি জনগণ মেনে নেবে না। ভারতের আনুগত্য নিয়ে আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (২৩ মার্চ ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে 'অরক্ষিত স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রবিহীন বিপন্ন বাংলাদেশ: আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ নস্যাৎ করেছে। একদলীয় শাসন কায়েম করেছে। তারা দেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে। সবসময় তারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে। জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাবিশ্বাস অবস্থা। কিন্তু এটা নিয়ে সরকারের কোন মাথা ব্যথাই নেই। 'দিল্লি আছে আমরা আছি' আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যই প্রমাণ করে সরকার দিল্লির উপর নির্ভরশীল।
তিনি বলেন, চুল-দাঁড়ি পেকে গেলেও মুক্তিযোদ্ধাদেরকেই এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। আমরা দেশবাসীর জন্য সংগ্রাম করছি, এই সংগ্রামে অবশ্যই আমাদেরকে জয়ী হতে হবে।
আপনাদের দিকে তাকিয়ে একজন তরুণ অনুপ্রাণিত হবে। যাদের আজকে চুল-দাঁড়ি সাদা হয়ে গেছে ১৭/১৮ বছর বয়সে ছিল সাব মেশিন গান-সেভেন বন্ড ৬২ চাইনিজ রাইফেল হাতে বীরবিক্রমে পাকিস্তানি বাহিনীর মোকাবিলা করেছি। আজকে এই বৃদ্ধকে দেখে অনেকে মনে করতে পারবে?
মেজর হাফিজ আক্ষেপ করে বলেন, দুঃখ লাগে ৮০ বছর বয়েসে গাড়ি পোড়ানো মামলায় এই স্বাধীনতার মাসে জেলে যেতে হল। আমি আশা করি এজন্য তারা (সরকার) একদিন লজ্জিত হবে। মুক্তিযোদ্ধাদেরকে এভাবে অসন্মানের জন্য। অপরাধ করলে নিশ্চয়ই সাজা হবে। কিন্তু আমি এবং আলতাফ হোসেন চৌধুরী (সাবেক বিমান বাহিনী প্রধান) জনতা ব্যাংকের গাড়ি পোড়াতে গিয়েছিলাম?
সেদিন ঢাকা শহরে তো কোনো ঘটনাই ঘটেনি।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরে পাবার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনো ব্যর্থ হবে না। বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জনগণ অংশ না নিলে এর জন্য তারা দায়ী থাকবে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাহাবুদ্দিন রেজার সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা বিষক সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।