প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলে ২০২১-২৩ সালে তালিকাভুক্ত আইনজীবীদের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ওই ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক রেলমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী নুরুল ইসলাম সুজন বলেন, আইনজীবী সম্মানজনক পেশা। এটি হচ্ছে অনেক মানুষের সঙ্গে যোগাযোগের একটি ক্ষেত্র। যার যত যোগাযোগ ও পরিচিতি বেশি, তিনি তত শক্তিশালী। তাছাড়া আইনজীবীদের নিজেদের সম্মান বজায় রেখে আইন পেশা চালিয়ে যেতে হবে। রাস্তাঘাটে কোন মক্কেলকে পরামর্শ না দেওয়া এবং থানায় দালালি না করার পরামর্শ দেন তিনি।
নবীন আইনজীবীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই নবীনদের মাঝ থেকে আগামী দিনের নেতৃত্ব উঠে আসবে। এর জন্য তাদের ব্যক্তিত্ব এবং মর্যাদা কে সমুন্নত রেখে কাজ করতে হবে।
আইনজীবী আইনুন নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবীসহ বিচার বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।