প্রতিবেদন: কিংবদন্তি, শিক্ষাবিদ, আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দু’য়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) রাজধানীর ধানমন্ডি সুগন্ধা কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজীবুল্লাহ হিরু, সংরক্ষিত মহিলা-২১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার ও আদি ধানমন্ডি সোসাইটির সভাপতি ডা. মোঃ মনোয়ার হোসেনসহ ধানমন্ডি এলাকার বিশেষ ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
এ সময় বক্তারা তার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, তিনি একজন সৎ লোক ছিলেন। একজন ভালো মানুষের যে সকল গুন থাকে, সবই ছিল বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিয়ার। তিনি দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন।