প্রতিবেদন : পবিত্র মাহে রমজান এর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আইসিটি অ্যাসোসিয়েশন অফ গ্রেট ১১ (জি১১) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফারুক আহমেদ বইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, কোষাধাক্ষ মোঃ তৈয়ব আইটি সম্পাদক বিপ্লব রায় প্রমুখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানের বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থে অ্যাসোসিয়েশন সবসময় কাজ করছে। ব্যবসার ক্ষেত্রে কোন সমস্যা হলে এসোসিয়েশনের নেতৃবৃন্দকে জানাতে হবে। সরকার আইসিটি ক্ষেত্রকে প্রণোদনা দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। সুযোগ-সুবিধা ব্যবসায়ীদের পাওয়ার জন্য অ্যাসোসিয়েশন সেভাবে কাজ করছে। অনুষ্ঠানে অনুষ্ঠানে এসোসিয়েশনের হাজারো ব্যবসায়ী অংশগ্রহণ করে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।