
প্রতিবেদন : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা লেডিজ ক্লাব শিশুদের নাচ,গান আবৃত্তি নানা প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের মহান বীর শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
রোববার (১৭ মার্চ) রাজধানীর লেডিজ ক্লাব সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ যাতে এই শিশুরা ধারণ করতে পারে সেই দিকে অভিভাবকদের লক্ষ্য রাখা প্রয়োজন। যাতে করে আজকের শিশুরাই আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারে। তাছাড়া যত ভালো করে শিশুদের যত্ন নেবে, ততই উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে। তাই এই দিনে শিশুকল্যাণের কথা বলা প্রয়োজন। প্রকৃতপক্ষে, শিশু দিবস শুরু করার আসল উদ্দেশ্য ছিল শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের শোষণ রোধ করা। এর উদ্দেশ্য ছিল যাতে শিশুরা ঠিকভাবে বড় ও প্রতিষ্ঠিত হতে পারে।
অনুষ্ঠানে ঢাকা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির, সহ-সভাপতি অধ্যাপক শবনম সুলতানা, রুবাবা জলিল ও সমাজ কল্যাণ সম্পাদক নিলু বিলকিস রহমানসহ অন্যান্য নেতা ও শিশুরা উপস্থিত ছিলেন। ক্লাব দ্বারা পরিচালিত কুসুমকলি স্কুলের শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।