রায়পুর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে গতসোমবার ৪ মার্চ) বিকেলে একতা টাওয়ারের মালিকদের একজন বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ মঞ্জুল আলম পৌর শহরে অবস্থিত একতা টাওয়ারের নিচতলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মঞ্জুল আলম গণমাধ্যম কর্মীদের বলেন, "স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী আগে আমাকে ফোন দিয়ে আমার কাছে চাঁদা দাবী করে। আমি অপরাগতা প্রকাশ করলে পৌরসভা থেকে আসা লোকজন দিয়ে আমার ভবনের সিড়ি ও দেয়াল গুড়িয়ে দেয়। পরে আমি বিষয়টি লক্ষ্মীপুর ০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপিকে অবহিত করি।
পাশাপাশি রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন ও রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদারকে ও এ বিষয়ে জানিয়েছি। ইতোমধ্যে পুলিশের তরফ থেকে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে।
আমার মালিকানাধীন ভবনের সীমানায় আমি দেয়াল নির্মাণ কাজ করি।
হঠাৎ করে পৌরসভা ০৮ থেকে ১০ সদস্যের লোকবল দিয়ে আমার দেয়াল গুড়িয়ে দেয়।
আমাকে কোন পৌরসভা থেকে চিঠি না দিয়ে জোর করে এমন ঘটনা ঘটিয়েছে তারা।
এটি এক প্রকার সন্ত্রাসী কার্যক্রমের নামান্তর। "
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হামলার শিকার ভবনটির অপর এক মালিক মোঃ আমির হোসেন,
রায়পুর প্রেসক্লাবে সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমন,প্রমুখ।
ভাঙচুরের বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, "নকশা রাস্তার উপর আসায় দেয়াল গুড়িয়ে দেওয়া হয়েছে।"