নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্ন তরী উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানের প্রারম্ভে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। একই দিন সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বশির আহমেদ জয়। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার খান মডার্ণ হাসপাতালের অধ্যাপক মো. আব্দুল মান্নান,ভিশন বাংলাদেশ সভাপতি মো. নাজিমুদ্দিন রনি, কবি নজরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহেল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, সংগঠনের উপদেষ্টা ডা. ওয়াহিদুল হক ও রাশিদা মেহের ই খোদা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। তিনি সমাজের অসহায় দুস্থ, দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। সামাজিক উন্নয়নে সারা পৃথিবীতে তিনি রোল মডেল সৃষ্টি করেছেন বাংলাদেশকে। স্বপ্ন তরী উন্নয়ন সংস্থাটি ২০১৭ সাল হতে অবহেলিত সুবিধাবঞ্চিত, এতিম পথশিশু, প্রতিবন্ধী, হিজড়া, পথবাসী (নারী-পুরুষ), দু:স্থসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, মৌলিক ও কর্মমূখী শিক্ষা প্রদান, বেকার মহিলা-পুরুষদের মাঝে কারীগরী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে আত্মনির্ভরশীল করে আসছে। আর্থ-সামাজিক, জীবন-মান উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচী নিয়ে অসহায় নারী-শিশু ও বৃদ্ধদের জন্য স্থায়ী পূনর্বাসন করার লক্ষ্যে কাজ করছে। সংস্থার কর্মসূচী অনুযায়ী লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার কথা জানান তারা। অনুষ্ঠান শেষে ক্ষুদে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।