প্রেস একাত্তর প্রতিবেদন: ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিরপুর থানার ১১, ১২ ও ৭ নং ওয়ার্ড এর দক্ষিণ অংশ, শাহ আলী থানার ৮ ও ৯৩ নং ওয়ার্ড এবং দারুসসালাম থানার ৯ ও ১০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মিরপুর-১ ঈদগাহ্ মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাখান মিন্টু।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ. কে. এম. আফজালুর রহমান বাবু।
সম্মেলনের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইসহাক মিয়া ও সঞ্চালনায় ছিলেন উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান নাঈম।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত মিরপুর থানার দক্ষিণ অংশ, শাহ্ আলী থানা, দারুস সালাম থানার অন্তর্গত ওয়ার্ডের পদ প্রত্যাশী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।