বাংলামেইল প্রতিবেদন : বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের কুলখানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) আসরের নামাজ শেষে গুলশান আজাদ মসজিদে মরহুমা মোসাম্মৎ সালমা খাতুনের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয় । এ সময় বিপুল সংখ্যক মুসল্লি দোয়াতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আগে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিজ মায়ের পাশাপাশি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের জন্য মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান, ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম, যুগ্ন মহাসচিব বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এনি, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম পিন্টু, কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাকর্মীরা।