বাংলামেইল প্রতিবেদন : রাজধানীর কোতোয়ালির জিন্দাবাহার পার্ক মসজিদের অজুখানা থেকে এক যুবকের ( ৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি শাহিনুর ইসলাম জানান, বুধবার দুপুরে জিন্দাবাহার পার্ক মসজিদের অজুখানা থেকে আনুমান ৩৫ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো ডোরাকাটা ট্রাউজার ও কালো গেঞ্জি ছিল।
লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।
তিনি আরোও বলেন, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মসজিদের ওযুখানায় ওই যুবক কিভাবে আসলো, তা তদন্তের পর বলা যাবে। এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু; ময়না তদন্ত প্রতিবেদন আসার পর জানা যাবে।