বাংলামেইল প্রতিবেদন: দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন জনগণের কাছে পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। এজন্য জনগণের কাছে সরকারের উন্নয়নের খবরগুলো পৌঁছে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন।
বুধবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে “বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি” বিএসটি নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা দেশকে ভালোবাসে তারাই দেশের কথা চিন্তা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশকে দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। আগামী রূপকল্প ২০৪১ সালে বাংলাদেশ সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের উন্নয়ন প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি উপর গবেষণাধর্মী কি নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর মোঃ শাহাদাত হোসেন সিদ্দিকী। উই নোটে ২০০৬ সাল পরবর্তী ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সরকারের সামগ্রিক উন্নয়ন বিশ্লেষণ তুলে দেওয়া হয়। ওই বিশ্লেষণে প্রায় প্রতিটি সেক্টরের উন্নয়নের ধারা তুলে ধরা হয়।
বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত সংলাপে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস, অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব (স্বপ্নীল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ ফারুক শাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. উত্তম কুমার বড়ুয়া।