প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ
জাতীয় হিন্দু যুব সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় হিন্দু যুব সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর সভাপতি গৌতম সরকার অপু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মৃণাল কান্তি মধুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি এড. বিধান বিহারী গোস্বামী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট এর মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সম্মেলনে বক্তারা জাতীয় হিন্দু যুব সম্মেলন ২০২৩ এর সফলতা কামনা করে বলেন, আজকের এই নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নেতৃত্ব। বাংলাদেশে বসবাসরত হিন্দুসহ সকল দেশের হিন্দুদের নানাবিধ সমস্যা নিয়ে কাজ করাই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মূল উদ্দেশ্য। সারা দেশে হিন্দুদের মধ্যে বৈষম্য নিরসনে কাজ করার জন্য বাংলাদেশ হিন্দু মহাজোটকে সমর্থন করার আহবান জানান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর পদ প্রত্যাশী নেতৃবৃন্দ ও কর্মীরা।
Copyright © 2025 Press 71. All rights reserved.