নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
দিনটিকে কেন্দ্র করে দিনব্যাপী কর্মসূচি পালন করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। সকাল ৯টায় এর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে সকাল ১১ টায় হা/না ভোটে, ভোট গ্রহণ পরিচালনা করে নির্বাচন কমিশন।
কাউন্সিল অধিবেশনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম এর ঘোষিত ফলাফলে, মীর মোঃ মোর্শেদুর রহমান সভাপতি ও মোঃ নজরুল ইসলাম হীরা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ শাহ আলম ও মোহাম্মদ মিজানুর রহমান।
নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে বিকাল ৪টায় শপথ গ্রহণ করেন, পরে দায়িত্ব বুঝে নেন। এসয়ম সারা বাংলাদেশ থেকে আগত কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।