বাংলা মেইল প্রতিবেদক : ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ি ঐক্য পরিষদের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পুরান ঢাকার বকশি বাজারের কারা কনভেনশন হলে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল মতলুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া,
এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার মাহবুব আলমের নেতৃত্বে পরিচালক পদে প্রার্থীরা হলেন, ড. নাদিয়া বিনতে আমিন, রাশেদুল চৌধুরী (রনি), মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ নিয়াজ আলী চিশতী, শমী কায়সার, মোঃ হাফেজ হারুন অর রশীদ, মোঃ শাহীন আহমেদ, ড. কাজী এরতেজা হাসান, আব্দুল হক, আসলাম সেরনিয়াবাত, আমজাদ হোসেন, গোলাম মুর্শেদ, আবু মোতালেব, মোহাম্মদ আমিন হেলালী, কাউসার আহমেদ, এম এ মোমেন, এনায়েত উল্লাহ সিদ্দিকী, মোহাম্মদ মনসুর, এম জি আর নাসির মজুমদার, খন্দকার রুহুল আমিন, মোহাম্মদ হেলাল উদ্দিন, রাকিব মোহাম্মদ ফখরুল (রকি), সৈয়দ সাদাত আলমাস কবীর, মোহাম্মদ আলাউদ্দিন মালিক, এজাজ মোহাম্মদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মানতাশা আহমেদকে পরিচয় করিয়ে দিয়ে নেতারা তাদের পক্ষে সদস্যদের কাছে ভোট প্রার্থনা করেন।
প্যানেল পরিচিতি অনুষ্ঠানে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত এই প্যানেলকে ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ট্রিলিয়ন ডলার আয়ের অগ্রযাত্রায় শরিক হতে ঘোষিত পূর্ণ প্যানেলকে সমর্থন দিতে এফবিসিসিআই সদস্যদের প্রতি আহবান জানান তারা।