বাংলামেইল৭১ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতার। আরেক ম্যাচে জেসুস ফেরেইরার আরো এক হ্যাটট্রিকে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ৬-০ গোল উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ড কাপের পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের কৃতিত্ব গড়লেন ফেরেইরা।
যুক্তরাষ্ট্রের পিছনে থেকে গ্রুপ-এ’র দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠেছে জ্যামাইকা। কাল ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাতে গ্রুপের শেষ ম্যাচে জ্যামাইকা ৫-০ গোলে সেন্ট. কিটস এন্ড নেভিসকে বিধ্বস্ত করেছে।
গ্রুপ-বি’তে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মেক্সিকোকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্বে গেছে কাতার । কাতারের এই জয়ে হাইতিকে ২-১ গোলে হারিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে হন্ডুরাস। কাতার ও হন্ডুরাস সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে।
উত্তর ও মধ্যা আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত অতিথি দল হিসেবে কাতার খেলার সুযোগ পেয়েছে। ২০২২ বিশ^কাপের স্বাগতিক দলটি পর্তুগালের কোচ কার্লোস কুইরোজের অধীনে গোল্ড কাপে খেলছে। ২৭ মিনিটে ডানদিক থেকে মুসাব খিদিরের অসাধারণ এক ক্রসে হাজেম শেহাতার দুর্দান্ত হেডে এগিয়ে যায় কাতার। আর এই গোলেই শেষ পর্যন্ত স্মরণীয় এক জয় নিয়ে তারা মাঠ ছাড়ে। পুরো ম্যাচে মেক্সিকোর আধিপত্য শেষ পর্যন্ত কোন কাজে আসেনি। কাতারি ডিফেন্ডার তারেক সালমানকে কনুই দিয়ে আঘাত করেও লাল কার্ড থেকে কোন মতে রক্ষা পান সান্তিয়াগো জিমিনেজ। এডসন আলভারেজের হেড পোস্টে লেগে ফেরত আসলে ম্যাচে ফেরা হয়নি মেক্সিকোর। স্টপেজ টাইমে ডিফেন্ডার ইসায়েল রেয়েস ম্যাচে ফেরার আরো একটি সুযোগ হাতছাড়া করেন। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার দুই বছর আগে গোল্ড কাপে অতিথি দল হিসেবে খেলতে এসে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। কাতারের এই জয়ে পিছিয়ে পড়েও হাইতির বিরুদ্ধে জয় কার্যত কোন কাজে আসেনি হন্ডুরাসের। খেলোয়াড়রা ম্যাচ শেষে কাতারের ম্যাচের দিকে তাকিয়ে ছিল।
তবে যুক্তরাষ্ট্রের জন্য গল্পটা ছিল ভিন্ন। ছোট দল ত্রিনিদাদের বিরুদ্ধে কোন ছাড় দেয়নি যুক্তরাষ্ট্র। ১১ মিনিটে ক্যারিবিয়ান দলটি প্রায় এগিয়ে গিয়েছিল। উইঙ্কার লেভি গার্সিয়ার ডানদিকের ক্রসে জোয়েভিন জোনসের ভলি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। তিন মিনিট পর গোলের খাতা খোলেন আগের ম্যাচে সেন্ট. কিটসের বিরুদ্ধে ৬-০ গোলের জয়ের হ্যাটট্রিকম্যান ফেরেইরা। ডেজুয়ান জোনসের পুল-ব্যাক থেকে প্রথম টাচেই তিনি বল জালে জড়ান। ৩৮ মিনিটে ত্রিনিদাদ গোলরক্ষক মারভিন ফিলিপকে বোকা বানিয়ে এফসি ডালাসের ফরোয়ার্ড ফেরেইরা ব্যবধান দ্বিগুন করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে ডোর্ডি মিহাইলোভিচের আদায় করা পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন কলম্বিয়ান বংশোদ্ভূত ফেরেইরা।
বিরতির পর স্বাগতিক যুক্তরাষ্ট্র কিছুটা খেই হারিয়ে ফেলে। এই সুযোগে ত্রিনিদাদ আক্রমনের ধার বাড়ায়। শ্যানন গোমেজের শট পোস্টে লেগে ফেরত এলে ৬২ মিনিটে গোলবঞ্চিত হয় ত্রিনিদাদ। ১৯ বছর বয়সী বদলী খেলোয়াড় কাডে কোয়েল যুক্তরাষ্ট্রকে চতুর্থ গোল উপহার দেন। ৭৯ মিনিটে জুলিয়ান গ্রেসেলের পাসে দলের হয়ে পঞ্চম গোলটি করেন গিয়ানলুকা বুসিও। কোয়েলের এ্যাসিস্টে স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে ব্র্যান্ডন ভাসকুয়েজ শেষ গোলটি করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
টুর্ণামেন্টে প্রথমবারের মত খেলতে আসা সেন্ট. কিটসের বিরুদ্ধে জ্যামাইকাও তাদের শক্তিমত্তার প্রমান দিয়েছে। ৩০ মিনিটে খাহিম প্যারিসের লো ক্রসে সেন্ট. কিটসের গোলরক্ষক জুলানি আর্চিবাল্ড আত্মঘাতি গোলে জ্যামাইকাকে এগিয়ে দেন। এরপর জ্যামাইকার দুটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। এ্যাস্টন ভিলার উইঙ্গার লিওন বেইলির চতুর এক ব্যাক-হিলে জন রাসেল ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ডেমারাই গ্রের এ্যাসিস্টে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ডি’শন বার্নার্ড। ৭২ ও ৭৪ মিনিটে ড্যানিয়েল জনসন ও কোরি ব্রুক আরো দুই গোল করলে বড় জয় পায় জ্যামাইকা।
যুক্তরাষ্ট্র ও জ্যামাইকা দুই দলই সাত পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র ম্যাচ শেষ করেছে। কিন্তু শেষ পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান নিয়ে পরের রাউন্ডে গেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।