নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে রাজধানীর কর্মস্থলে আসতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার ভোরেও সায়েদাবাদ, কমলাপুর ও ঢাকা নদী বন্দর দিয়ে যাত্রীদের মোটামুটি ভিড় লক্ষ্য করা গেছে। ট্রেন, বাসে কিছুটা ভীড় থাকলেও লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী না থাকায় স্বাচ্ছন্দে ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।
লঞ্চে ভোলা থেকে আগত ইসমাইল হোসেন বলেন, আকাশ কিছুটা মেঘলা থাকলেও নৌযাত্রায় তেমন কোন অসুবিধা হয়নি। তাছাড়া যাত্রী চাপ কম থাকায় স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পেরেছেন বলে জানান তিনি।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক ) মোঃ কবির হোসেন জানান, আবহাওয়ার বড় কোন সতর্ক সংকেত না থাকায় অভ্যন্তরীণ নৌ চলাচল ঠিকমতো চলছে। তবে ঝড়ের সম্ভাবনা দেখলে লঞ্চগুলোর সঙ্গে যোগাযোগ করে নিরাপদে জাহাজ পরিচালনার নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানান তিনি।