বাংলা মেইল৭১ প্রতিবেদন : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শুদ্ধাচার পুরস্কার পেলেন ঢাকা নদী বন্দর কর্মকর্তা আলমগীর কবীর। রোববার বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা স্বাক্ষরিত চিঠিতে শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা কর্মচারীদের নাম ঘোষণা করা হয়। এতে সংস্থাটির সদর দপ্তরের পরিচালক জাবেদ আনোয়ার, অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, সহকারী সমন্বয় কর্মকর্তা আমিনুল ইসলাম ও মাঠ পর্যায়ে একমাত্র কর্মকর্তা হিসেবে যুগ্ন পরিচালক (বন্দর) আলমগীর কবীর ওই পুরস্কারের জন্য মনোনীত হন। সংস্থার আরো তিন কর্মচারী শুদ্ধাচার পুরুস্কারের জন্য মনোনীত হন। তারা হলেন, আলেয়া বেগম, মুস্তাফিজুর রহমান ও সেলিম হাওলাদার।
বিআইডব্লিউটিএর সদর দপ্তরের মাঠ পর্যায়ে কর্মরতদের ভেতর আলমগীর কবীর একজন চৌকশ কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ঢাকার চারপাশের নদীগুলো থেকে দখলদার উচ্ছেদে ব্যাপক সফলতার জন্য সংস্থার মধ্যে তিনি আলাদা "ইমেজ" তৈরি করেতে সক্ষম হয়েছেন । এজন্য মাঠ পর্যায়ে সমপদ মর্যাদার কর্মকর্তাদের মধ্যে তিনি এবারের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা। ঢাকা নদী বন্দরে পদায়নের আগে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নদী বন্দরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানান তারা।