বাংলামেইল71,ঢাকা: পুরান ঢাকার ওয়ারীর নারিন্দা এলাকায় বড় ভায়ের ছুরিকাঘাতে ছোট ভাই শাহাদাৎ হোসেন (২৮) নিহত হয়েছে।
গেন্ডারিয়া থানার এস আই রফিকুল ইসলাম জানান, মাদকাসক্ত বড় ভাই শামীম বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নারিন্দার ২৬/১/ এ জজ মিয়ার ভাড়া বাসায় ছোট ভায়ের স্ত্রী মরিয়মকে টাকার জন্য গালাগাল করছিল। তখন তাদের বাবা আনোয়ার হোসেন পুত্র বধুকে বাঁচাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা করে শামীম। এ সময় ছোট ভাই শাহাদাৎ হোসেন বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে শাহাদাৎ হোসেনের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে মিটফোর্ড হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে রাত সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক কে পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।