বাংলামেইল৭১ কলকাতা: শীঘ্রই বাজারে আসছে ৫ জি। ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে কয়েকগুণ। সোশ্যাল মিডিয়ায় নানা টেলিকম সংস্থার এইধরণের বিজ্ঞাপনে সয়লাভ। ভারত সরকারের ঘোষণার পরেই তোড়জোড় শুরু করে দেশের সমস্ত মোবাইল নেটওয়ার্ক সংস্থা। ইতিমধ্যেই নিজেদের সার্ভারে ৫জির টেস্ট রান সম্পূর্ণ করে ফেলেছে দেশের বেশিরভাগ মোবাইল নেটওয়ার্ক সংস্থা। গোটা বিশ্বের প্রায় বেশিরভাগ প্রথম সারির দেশে রয়েছে এই পরিষেবা।
মোবাইল নেটওয়ার্কের এই নতুন জেনারেশনের দিকে কৌতুহল রয়েছে আট থেকে আশি সকলেরই। ভারতেও খুব শীঘ্রই পা রাখতে চলেছে মোবাইল নেটওয়ার্কের এই পঞ্চম জেনারেশন। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ৫ জি স্পেকট্রামের নিলাম সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই তা বন্টন শুরু হবে। তারপরেই ভারতে আনুষ্ঠানিক ভাবে ৫জি পরিষেবা শুরু হয়ে যাবে। উন্নত পরিষেবা, হাইব্রিড নেটওয়ার্ক, উন্নত মানের ভয়েস কল, দ্রুততম ইন্টারনেট পরিষেবা। কিন্তু আপনার মুঠোফোনটি কী এই ৫ জি পরিষেবা সাপোর্ট করে? যুগের সঙ্গে তাল মেলাতে পারবে তো আপনার স্মার্টফোনটি? যদি না হয় তাহলে আপনার বাজেটের মধ্যে কোন ফোনটি ৫জি পরিষেবার জন্য উপযুক্ত। তা একবার চোখ বুলিয়ে দেখে নিন। এই মুর্হূতে নিম্নলিখিত ৫জি মোবাইলগুলি লঞ্চ হয়েছে বা হতে চলেছে-
আসন্ন কিছু ৫জি সাপোর্টেড স্মার্টফোন, যা খুব শীঘ্রই বাজারে আসবে-
ওপ্পো এ ৯৭: মিডিয়াটেক অক্টাকোর ২.৪ গিগাহার্টজ প্রসেসর। ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। ৪৮+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ৫০০০ অ্যামস্ট্রংয়ের ব্যাটারি। ডুয়াল সিম, ২৫৬ জিবি মেমোরি। ১২ জিবি র্যাম। দাম প্রায় ২৪,৮৯০ টাকা।
ভিভো টিওয়ান এক্স: ৬ জিবি র্যাম। ২,৪ গিগাহার্টজ ওক্টাকোর প্রসেসর। ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে। ৬৪+২ মেগাপিক্সেল ব্যাক ডুয়াল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ১২৮ জিবি ফোন মেমোরি। দাম প্রায় ১৮,৭৯০ টাকা।
জিওমো রেডমি নোট ১১ টি প্রো: অক্টাকোর ২.৫ গিগাহার্টজ প্রসেসর। ৬ জিবি র্যাম। ৬.৬ ইঞ্চি ডিসপ্লে। ৬৪+৮+২- মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ৪৪০০ অ্যামস্ট্রংয়ের ব্যাটারি। ১২৮ জিবি ফোন মেমোরি। দাম প্রায় ১৯,৭৯০ টাকা।
রিয়ালমি কিউ ৫: অক্টাকোর ২.২ গিগাহার্টজ, স্ন্যাপড্রাগন ৬৯৫। ৬ জিবি র্যাম। ৬.৬ ইঞ্চি ডিসপ্লে। ৫০+২+২ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ অ্যামস্ট্রংয়ের ব্যাটারি। দাম প্রায় ১৬,৬৯০ টাকা।
জিওমি রেডমি নোট ১১ সিই: ২.২ গিগাহার্টজ মিডিয়াটেক প্রসেসর, ৪ জিবি র্যাম। ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। ৪৮+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ অ্যামস্ট্রংয়ের ব্যাটারি। দাম প্রায় ১১,৬৯০ টাকা।
এবার কিছু স্মার্টফোন ৫ জি, যা বাজারে আছে এখন:
ওয়ান প্লাস নোর্ড সিই ২লাইট: ৬৯৫ কোয়ালকোম স্ন্যাপড্রাগন প্রসেসর। ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬৪+২+২ ব্যাক ক্যামেরা। দাম ১৮,৯৯৯ টাকা।
মোটোরোলা মোটো জি৭১: ৬.৪০ ইঞ্চি ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ৬৯৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। ব্যাক ক্যামেরা ৫০+৮+২ মেগাপিক্সেল। দাম ১৫,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এফ ২৩: ৬.৬০ ইঞ্চি ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৭৫০ জি। ব্যাক ক্যামেরা ৫০+৮+২ মেগাপিক্সেল। দাম- ১৫,৯৯৯ টাকা।
রিয়ালমি ৯ ৫ জি এসই: ডিসপ্লে- ৬.৬০ ইঞ্চি। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ৪৮+২+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ৫০০০ অ্যামস্ট্রংয়ের ব্যাটারি। দাম- ১৭,৯৯৯ টাকা।
বাংলামেইল৭১/ক্মে/বিসু