বাংলামেইল৭১ প্রতিবেদক : লিবিয়ার বেনগাজীতে ১১৬ টি দেশের বাছাই করা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো পবিত্র কোরআন প্রতিযোগিতা। এতে বাংলাদেশ থেকে হাফেজ আবু তালহা অংশগ্রহণ করেন।
১১৬ টি দেশের প্রতিযোগীদের একে একে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু তালহা। তালহার এ বিজয় তার মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করছে বাংলঅদেশরে কয়েকজন বিশিষ্ট হাফেজ । তার মা,বাবা, এবং ওস্তাদদের জন্য আল্লাহর দরবারে দোয়া জানিয়ে তারা হাফেজ আবু তালহার উত্তর উত্তর সাফল্য কামনা করেন তারা।
বাংলামেইল৭১/তারেক /হাসি