বাংলামেইল৭১ প্রতিবেদন : বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকের মানবাধিকার রক্ষা, অভিযোগ নিরসন ও পরিবেশের সুরক্ষায় দুটি পৃথক রেসপনসিবল বিজনেস হাব গঠন করেছে বিকেএমইএ ও বিজিএমইএ। রেসপনসিবল বিজনেস হাব গঠনে সহযোগিতা করেছে জিআইজেড। ঢাকার হোটেল ওয়েস্টিনে রোববার (১১ জুন ২০২৩) এর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক ইমরান কাদের তুর্য, আহমেদ নূর ফয়সাল, তারেক আফজাল। বিজিএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জ্যান জ্যানোস্কি, সাসটেইনেবল সাপ্লাই চেইনের ডেপুটি হেড অব ডিভিশন রেইনহার্ড জুনকারসহ তিন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। পরিবেশগত চ্যালেঞ্জের পটভূমিতে দাঁড়িয়ে জার্মানিতে জার্মান সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স অ্যাক্ট প্রবর্তিত হয়েছে। মানবাধিকার রক্ষা, অভিযোগ গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তি, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার মতো বিষয়গুলো এই আইনের আওতাভুক্ত। ইউরোপপের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এই আইনের আওতাভুক্ত বিষয়গুলো নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিউ ডিলিজেন্সের অন্তর্ভুক্ত বিষয়গুলোর বাস্তবায়নে রেসপনসিবল বিজনেস হাবগুলো কাজ করবে। একই সাথে কারখানা কর্তৃপক্ষকে অভ্যন্তরীন অভিযোগ নিয়ন্ত্রণে প্রশিক্ষিত করবে। পাশাপাশি হাল নাগাদ তথ্য-উপাত্ত ও যোগাযোগের জন্য থাকবে অনলাইন প্ল্যাটফর্ম ও হেল্প ডেস্ক। এতে কর্মক্ষেত্রে শ্রমিকের শ্রম অধিকার ও মানবাধিকার নিশ্চিত হওয়ার পথ সুগম হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে শ্রমিকের অভিযোগ জানানো ও তা নিরসনের প্রক্রিয়া স্বচ্ছ, সহজ ও দ্রুততর হবে বলে বিকেএমইএ ও বিজিএমইএ’র নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
বাংলামেইল৭১/কেএম/বাসু