বাংলা মেইল৭১ প্রতিবেদন : রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিন মুন্সিহাটি এলাকায় শনিবার ( ১০ জুন) সকালে বুড়িগঙ্গা নদী থেকে ইয়াসিন মাহমুদ মাহিম (১৫) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মৃত ফাহিম স্থানীয় একটি বেসরকারী স্কুলের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। তিনি কামরাঙ্গীর চর থানা এলাকার নয়াগাঁও বাগানবাড়ি এলাকার তাজুলের বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মাহমুদুর রহমান। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার বালাসপুর গ্রামে। বাবা মায়ের ভিতরে গত ১০ বছর থেকে বনিবনা না হওয়ায় ছেলেকে নিয়ে মা সাবিনা বেগম ওই এলাকার সূচনা একাডেমীতে শিক্ষকতা করে সংসার চালাতেন। শুক্রবার সন্ধ্যায় কে বা কারা মাহিমকে বাসা থেকে ডেকে নেয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।
বসীলা নৌপুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে এ প্রতিবেদককে বলেন, এখনো আমরা ঘটনাস্থলে রয়েছি, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলা মেইল৭১/বাবু/এমকে