মেইল প্রতিবেদক : সারা বিশ্বে বাংলাদেশের দক্ষ জনশক্তির বিশাল চাহিদা রয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, কারিগরি শিক্ষা আমাদের দেশে অনেক প্রয়োজন । কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার ( ২০ মে ২০২৩) রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কুলাউড়া সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাপানে জনশক্তি রপ্তানির বিষয়ে মন্ত্রী বলেন, জাপানে নেপাল থেকে যে জনশক্তি নেওয়ার কথা বলা হয়েছে তা সঠিক নয়, আমাদের দক্ষ জনশক্তির চাহিদা সারা বিশ্বে রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যক্ষ দিক নির্দেশনায় আরও কারগরি প্রতিষ্ঠান স্থাপন এবং সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। বিভিন্ন দেশে আমাদের দক্ষ জনশক্তি রপ্তানী করা হচ্ছে। ভবিষ্যতে আরো বেশি জনশক্তি রপ্তানি করতে পারবো বলে জানান মন্ত্রী। আয়োজক সমিতি কর্তৃক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি কারিগরি বিদ্যালয় স্থাপনের প্রস্তাবনায় মন্ত্রী সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ।
বাংলামেইল৭১/বাবু/কেএম