নিজস্ব প্রতিবেদক
প্রকৃতির ঐক্যটানে টেকসই জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। ৫ জুন রবিবার সকালে দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে পৌর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা বন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।