নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ ফরিদপুর জেলা শাখার আওতাধীন ৪টি থানা ও পৌর কমিটি বিলুপ্তি করে আগামী ৯০ দিনের জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
৩১ শে মে সোমবার রাত ৯টার দিকে শহরের শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্স এর হল রুমে অনুষ্ঠিত এক সভা শেষে এ কমিটি ঘোষনা করা হয়।
এতে জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি শামীম হক।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক।
সভা শেষে ফরিদপুর সদর উপজেলা শাখা, ফরিদপুর পৌর শাখা, সালথা উপজেলা শাখা ও নগরকান্দা পৌর শাখা সহ মোট ৪টি আহ্বায়ক কমিটি ঘোষনা করেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান।
এতে ফরিদপুর পৌর শাখায় মন্তোষ কুমার সাহা, সদর উপজেলা শাখায় রবিন্দ্রনাথ সাহা, নগরকান্দা পৌর শাখায় আকরামুজ্জামান টিটু, সালথা উপজেলা শাখায় মেজবা উদ্দিন মিঠুসহ মোট ৪ জনকে ৪ কমিটির আহবায়ক করে পৃথক পৃথক ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
এদিকে নব-নির্বাচিত আহবায়ক কমিটির স্ব স্ব ওয়ার্ড কমিটি আগামী ৯০ দিনের মধ্যে ঘোষনা করার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানানো হয়। একই সঙ্গে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখাসহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা আওয়ামীলীগের কাঁধে কাঁধ মিলিয়ে জননেতা আব্দুর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী মৎসজীবি লীগের সকল নেতা কর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান কাজী আব্দুস সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ন আহবায়ক আহাদুজ্জামান পরশ, মো: আব্দুল কুদ্দুস, উত্তম কুমার মালো, সদস্য সাইফুল কবির সহ অন্যান্য নেতা কর্মিরা।