সাইফুল ইসলাম: ফরিদপুরের সালথায় বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার একটি মামলা করেন।
এ ঘটনায় রবিবার দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাটিয়ার গট্টি এলাকা থেকে সালথা থানা পুলিশ এলেম মাতুব্বরকে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এলেম মাতুব্বর ওই গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রবিবার (২৯মে) বিকালে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। তখন এলেম মাতুব্বার তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।
ধর্ষিত শিশুর পরিবারের খোজখবর নিতে ও ঘটনার সার্বিক বিষয় তদন্ত করতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান, সালথা থানার ওসি মো. শেখ সাদিক।
মামলার উপ-পরিদর্শক মো. শরিয়াতউল্লাহ জানান, শিশু ধর্ষণের ঘটনায় নারী শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) ধারায় সালথা থানায় একটি মামলা রুজু হয়েছে। ওই দিন রাতেই মামলার আসামী এলেম মাতুব্বারকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক জানান, এজাহারমূলে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিক্যালের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। সেই সাথে আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।