বোরহান আনিস
ফরিদপুরের নগরকান্দায় ব্যাবসায়ী মুক্তিযোদ্ধার সন্তান বাবু মোল্যাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নগরকান্দা বাজারের মেইন সড়কে এ মানববন্ধন পালন করে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও নগরকান্দা বাজার বনিক সমিতি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এন এম আবদুল্লাহ আল মামুন উপস্থিত হয়ে বিচারের দাবীতে একাত্বতা প্রকাশ করেন এবং বাবু হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি শওকত মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক রুমন চৌধুরী, বাজার বনিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, বাজারের ব্যবসায়ী মীর আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল, সিনিয়র সহ সভাপতি সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টুটুল প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বাবু একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের ভাই। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাই। পরে তারা বাবুর বাড়ীতে গিয়ে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।