সাইফুল ইসলাম: ফরিদপুরের সালথায় অবৈধভাবে পুকুর খনন করে ইট ভাটায় মাটি বিক্রয় করাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার।
শুক্রবার (২৭ মে) বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের নাওড়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, স্থানীয় লাল খা নামক এক ব্যক্তি ভেকু দ্বারা পুকুর খনন করে অবৈধ ট্রলিগাড়ী দ্বারা মাটি বহন করে বিক্রি করে আসছিল। খবর পেয়ে উক্ত স্থানে ভ্রাম্যমাণ পরিচালনা করে মানিক ও আবিদ নামক দুইজন ট্রলির ড্রাইভার ও জমির মালিককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার বলেন, অবৈধভাবে পুকুর খনন করে ইট ভাটায় মাটি বিক্রয় করে আসছিল এই চক্রটি অনেক দিন ধরেই। সরকারি হালট নষ্ট করে আশেপাশের বসতভিটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। এধরনের অবৈধভাবে মাটি কাটার বিষয়ে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।