
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরযোশরদী ইউনিয়নের নিখোঁরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেছে।
অভিযোগে জানাগেছে মঙ্গলবার দুপুরে ঐ গৃহবধূ ছাগলের জন্য বাড়ীর পাশে পাট ক্ষেতে ঘাস আনতে যায়। এ সময় প্রতিবেশী হাশেম মোল্যার ছেলে মনির মোল্যা তাকে ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মনির মোল্যা পালিয়ে যায়।
গৃহবধূ বলেন, আমি ছাগলের জন্য ঘাস আনতে বাড়ীর পাশে পাটক্ষেতে যাই। হঠাৎ মনির এসে আমাকে ঝাপটে ধরে আমাকে ধর্ষনের চেষ্টা চালায়। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ভিকটিম নিজেই অভিযোগ দিয়েছে। ঘটনা পর মনির পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।